বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দীর্ঘদিন যাবৎ চলাচল অনুপযোগী সংস্কার বিহীন গ্রামীণ সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করে মানবিক চেতনাবোধ ও সামাজিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করেছে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের অন্যতম সমাজ উন্নয়নমূলক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন 'রাজারকুল ওলামা পরিষদ'।
সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২২ ও ২৩ জুন দুইদিনব্যাপী এ সংস্কার কাজ পরিচালিত হয়। ওলামা পরিষদের তারুণ্যদীপ্ত সদস্যরা নিজেরা কুদাল, ঝুড়ি, বস্তা নিয়ে বালি ভরাট ও বহন করে এলাকার অবহেলিত সড়কসমূহ সংস্কার করেন।
সংগঠনটির উদ্যোগে দুইদিনে রাজারকুল নয়াপাড়া-দেয়াংপাড়া (৫-৬নং ওয়ার্ড) সংযোগস্থলে দীর্ঘ ১.৫ কিলোমিটার রাস্তা মেরামত করা হয়। সেই সাথে রাজারকুল ইউনিয়ন পরিষদের কুলঘেষে বয়ে চলা আজিজুল উলুম মাদ্রাসা সড়কসহ আরও একটি অভ্যন্তরীণ সড়ক সংস্কার করেন তারা।
এ বিষয়ে সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব কারী নূরুল আমিন বলেন, রাজারকুল নয়াপাড়া-দেয়াংপাড়া সংযোগস্থলে জনসাধারণের চলাচলের একমাত্র সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় নানা শ্রেণী-পেশার প্রায় পাঁচ হাজার মানুষের দূর্ভোগের শিকার হচ্ছে। অনেক রোগী ঠিক মতো চিকিৎসা সহায়তার জন্য পৌঁছতে ব্যর্থ হচ্ছে। অনেক গাড়ি উল্টে গিয়ে নদীতে পড়ে যাওয়ার উপক্রম।
জরাজীর্ণ এ সড়কে অনেকে দূর্ঘটনা কবলিত হয়ে গুরুতর আহত হয়েছে। অনেকে ইউনিয়ন পরিষদে বিভিন্ন প্রয়োজনে আসতেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমতাবস্থায় মানবসেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জনগণের দূর্ভোগ লাঘবের উদ্দেশ্যে ওলামা পরিষদ রাজারকুলের পক্ষ থেকে আমরা স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহন করি। আলহামদুলিল্লাহ সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রথমবারের মত এ উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। আমরা যাতে এ মানবিক তৎপরতা অব্যাহত রাখতে পারি সে জন্য সকলের দু’আ চাই।
স্বেচ্ছাশ্রমে এ সড়ক সংস্কার কাজে অংশ নেন, সংগঠনের আমীর মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, কোষাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল করিম, সদস্য মাওলানা জায়নুল আবেদীন, মাওলানা আব্দুল্লাহ, হাফেজ সৈয়দ আলম, মাওলানা কারী মিজানুর রহমান, মাওলানা ইসমাঈল, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা নূরুল আলম, মাওলানা মুফতি আব্দুল খালেক, হাফেজ মাওলানা আব্দুল্লাহ্, হাফেজ তারেকুল ইসলাম, হাফেজ এহসানুল হক, মুহাম্মদ অলি উল্লাহ আরজু, মুহাম্মদ তানজিমুল হক, হাফেজ তৈয়ব উল্লাহ, হাফেজ মিসবাহ উদ্দিন, হাফেজ মুহাম্মদ শাহেদ, হাফেজ আব্বাস উদ্দীন, হাফেজ হেলাল উদ্দিন, হাফেজ মুহাম্মদ জাহেদ।
এসময় রামু ছিকলঘাট ইকরা মডেল একাডেমীর পরিচালক মাওলানা আব্দুল মান্নান, রামু লেখক ফোরাম ও লম্বরীপাড়া আলোর দিশারী যুবপরিষদের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর তাদের অনুপ্রানিত করেন।
এলাকার প্রবীণ ব্যক্তি হাজী আবুল হোসাইন ও যুবসমাজের প্রতিনিধি শামসুল আলম বলেন, আমাদের বৃহত্তর এলাকার জরাজীর্ণ সড়কের উন্নয়নে চেয়ারম্যান ও মেম্বারগণ দীর্ঘদিন যাবৎ কোন ধরনের কার্যকরী পদক্ষেপ নেয়নি।
জনসাধারণ ও মাদ্রাসা শিক্ষার্থীদের চরম ভোগান্তির অবসানকল্পে রাজারকুলের স্বেচ্ছাসেবী সংগঠন ওলামা পরিষদ’র এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তাঁরা উদ্যোগী আলেম সমাজের প্রতি ধন্যবাদ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।