Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালবাসা দিবসে অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে অলিকের আরও ভালবাসব তোমায়

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এস এ হক অলিক পরিচালিত আরও ভালবাসব তোমায় সিনেমাটি এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে। ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে। ঐ দিন থেকে সিডনির হার্স্টভিল ইভেন্টস সিনেমাস হলে এটি চলবে। পর্যায়ক্রমে তা অস্ট্রেলিয়ার অন্যান্য সিনেমা হলেও মুক্তি পাবে। এ প্রসঙ্গে অলিক বলেন, এটা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার। ভাষার মাসে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের সিনেমা বিদেশের সিনেমা হলে বসে দেখতে পাবেন। এর আগেও আমার হৃদয়ের কথা সিনেমাটি অস্ট্রেলিয়ায় চলেছিল। সেসময় প্রবাসী বাঙালীদের ব্যাপক সাড়া পেয়েছিলাম। এবার তাদের সেই প্রত্যাশা পূরণে আরও ভালবাসব তোমায় অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে। উল্লেখ্য, এ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও পরীমণি। এদিকে অলিকের নতুন সিনেমা এক পৃথিবী প্রেম সিনেমাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। শিঘ্রই এটি সেন্সরে জমা দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালবাসা দিবসে অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে অলিকের আরও ভালবাসব তোমায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ