Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বাসযোগ্য পৃথিবী হলে ডেকো’

টাইমস অব ইন্ডিয়া | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১২:০১ এএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে ওঠা নেপোটিজমের অভিযোগে দ্বিধাবিভক্ত বলিউড। সোশ্যাল মিডিয়াতে চলছে কাদা ছোঁড়াছুড়ি। একে অপরের প্রতি দোষারোপ। আর তাই এবার সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন গায়িকা নেহা কক্কর।

গত সোমবার নেহা তার ইনস্টাগ্রাম পোস্টে জানান, আপাতত কয়েকদিনের জন্য বিরতি নিতে চান সোশ্যাল মিডিয়া থেকে। পোস্টে লেখেন, ‘আমি ঘুমোতে চললাম। প্লিজ আমাকে তখন ডেকো যখন এই পৃথিবী আবার ভালো এবং বাসযোগ্য হবে। যেখানে ভালোবাসা থাকবে। আমাদের চারপাশে ভালো মানুষরা থাকবেন।’
নেহার ইনস্টাগ্রামে প্রায় ৪০ লাখের মতো ফলোয়ার রয়েছেন। তাদের সকলের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। বলেছেন চারদিকে যে রকম অস্থিরতা, নোংরামি চলছে সেসব দেখেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন।

সেই সঙ্গে আরও বলেন, ‘কারোর যদি আমার এই সিদ্ধান্ত মানসিক আঘাত বলে মনে হয় তাহলে আমি দুঃখিত। কিন্তু আমি এই বিষয়টা অনেকদিন ধরেই ভেবেছি। বলে উঠতে পারিনি। বেশ কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছিল নেতিবাচকের কারখানা। আমি আমার মতো করে ভালো থাকার চেষ্টা করছি। আমি একজন মানুষ এবং একটু বেশি রকমই স্পর্শকাতর। তাই হয়তো এই সব আমায় বেশি আঘাত করে।’



 

Show all comments
  • Arpita paul ২৫ জুন, ২০২০, ১১:৫৮ এএম says : 0
    She is right
    Total Reply(0) Reply
  • Ahsan ২৬ জুন, ২০২০, ১০:৫৫ এএম says : 0
    We feel heard your absence but you must have stay safe and well.We wish your good health.You are right if we altogether can live then do many thinngs...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ