মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে ওঠা নেপোটিজমের অভিযোগে দ্বিধাবিভক্ত বলিউড। সোশ্যাল মিডিয়াতে চলছে কাদা ছোঁড়াছুড়ি। একে অপরের প্রতি দোষারোপ। আর তাই এবার সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন গায়িকা নেহা কক্কর।
গত সোমবার নেহা তার ইনস্টাগ্রাম পোস্টে জানান, আপাতত কয়েকদিনের জন্য বিরতি নিতে চান সোশ্যাল মিডিয়া থেকে। পোস্টে লেখেন, ‘আমি ঘুমোতে চললাম। প্লিজ আমাকে তখন ডেকো যখন এই পৃথিবী আবার ভালো এবং বাসযোগ্য হবে। যেখানে ভালোবাসা থাকবে। আমাদের চারপাশে ভালো মানুষরা থাকবেন।’
নেহার ইনস্টাগ্রামে প্রায় ৪০ লাখের মতো ফলোয়ার রয়েছেন। তাদের সকলের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। বলেছেন চারদিকে যে রকম অস্থিরতা, নোংরামি চলছে সেসব দেখেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন।
সেই সঙ্গে আরও বলেন, ‘কারোর যদি আমার এই সিদ্ধান্ত মানসিক আঘাত বলে মনে হয় তাহলে আমি দুঃখিত। কিন্তু আমি এই বিষয়টা অনেকদিন ধরেই ভেবেছি। বলে উঠতে পারিনি। বেশ কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছিল নেতিবাচকের কারখানা। আমি আমার মতো করে ভালো থাকার চেষ্টা করছি। আমি একজন মানুষ এবং একটু বেশি রকমই স্পর্শকাতর। তাই হয়তো এই সব আমায় বেশি আঘাত করে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।