Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না ফেরার দেশে ইতালির কিংবদন্তি ফুটবলার প্রাতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ৭:২৬ পিএম

ইতালির কিংবদন্তি ফুটবলার পিয়েরিনো প্রাতি আর নেই। সোমবার ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে, ১৯৭০ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা সাবেক এই স্ট্রাইকার চলে গেছেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। প্রাতি ইতালির হয়ে ৭০’এর বিশ্বকাপ খেলার আগে ১৯৬৯ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা এসি মিলান দলের সদস্য ছিলেন। পিয়েরিনো প্রাতি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এফআইজিসি'র প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা। তিনি বলেন, ‘ইতালিয়ান ফুটবলকে শোকে ভাসিয়ে চলে গেলেন আরেকজন গ্রেট চ্যাম্পিয়ন। প্রাতি ছিলেন একজন অসাধারণ ফুটবলার, দুর্দান্ত স্ট্রাইকার। তিনি এমন একজন তারকা ছিলেন যিনি যে দলের হয়েই খেলেছেন আলো ছড়িয়েছেন।’ ১৯৬৮ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ইতালির হয়ে ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন পিয়েরিনো প্রাতি। গোল করেন ৭টি। তবে এসি মিলানের হয়ে খেলার জন্য তিনি বেশি বিখ্যাত ছিলেন। ১৯৬৯ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে ইয়োহান ক্রুইফের আয়াক্সের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য। মিলান ম্যাচটি জিতেছিল ৪-১ গোলে।

১৯৬৯ সালে ইউরোপিয়ান কাপ ছাড়াও মিলানের জার্সিতে প্রাতি ১৯৬৭-৬৮ মৌসুমে সিরি’আ জিতেন। এছাড়া ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ মৌসুমে টানা দু’বার কোপা ইতালিয়া শিরোপা জিতেন সাবেক এই স্ট্রাইকার। মিলান ছাড়াও প্রাতি আরো দুই ইতালিয়ান ক্লাব রোমা এবং ফিওরেন্তিনায় খেলেছেন। ১৯৮১ সালে অবসর নেয়ার আগে যুক্তরাষ্ট্রে ক্লাব রচেস্টার ল্যাঞ্চার্সের হয়েও খেলেছেন সদ্য প্রয়াত এই ফুটবলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ