Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আবুধাবির মুবাদালা এখন পোর্টফোলিও বিনিয়োগ বাড়াচ্ছে এশিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ৭:০৮ পিএম

আবুধাবির মুবাদালা এখন এশিয়ায় পোর্টফোলিও বিনিয়োগ বাড়াচ্ছে। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে এশিয়া অঞ্চলে পোর্টফোলিও প্রক্রিয়ায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান মুবাদালা বিনিয়োগ কর্পোরেশন। -রয়টার্স, ব্লুমবার্গ
গতকাল সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা খালিফা আল মুবারক। বর্তমানে আবুধাবি বিহাইন্ড আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি এডিআইএতে ৯ শতাংশ পোর্টফোলিও বিনিয়োগ কার্যক্রম অব্যাহত রাখছে আবুধাবির দ্বিতীয় বৃহত্তম এ বিনিয়োগ প্রতিষ্ঠান।

ব্লুমবার্গকে মুবারক বলেন , আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে আমরা এশিয়ায় স্বল্প বিনিয়োগ করছি। তবে আগামী দিনগুলোতে আমাদের পোর্টফোলিও বিনিয়োগ অনেক বেড়ে যাবে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা কর্পোরেট দৃষ্টিকোণ থেকে বিনিয়োগের ক্ষেত্রগুলোর ঝুঁকি মূল্যায়ণ করছি। পোর্টফোলিও বিনিয়োগের ক্ষেত্রে কোথায় কি পরিমাণ ঝুঁকি থাকবে আর কিভাবে তা মোকাবেলা করা হবে তা যথেষ্ট তথ্য দিয়ে পর্যালোচনা করা হচ্ছে ।

এ মন মন্তব্যের কয়েক সপ্তাহ আগে ভারতের প্রযুক্তি প্রতিষ্ঠান জিয়ো প্লাটফর্মে ১ . ২ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি সম্পন্ন হয়েছে। বিনিমিয়ে ১ . ৮৫ শতাংশ স্টেক গ্রহণ করেছে মুবাদালা । তিনি বলেন , যুক্তরাষ্ট্রে মুবাদালার ৩৮ শতাংশ বিনিয়োগ রয়েছে। সামনের দিনে এ হার আরো বাড়বে বলে আশা করা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ