Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাইবান্ধায় জঙ্গি প্রতিরোধে পুলিশের বিশেষ তৎপরতা

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : জঙ্গি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধা জেলা উপজেলা সদরে পুলিশ বিশেষ তৎপরতা শুরু করেছে। এই কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে জেলা শহরের প্রধান প্রধান সড়কের ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করে এবং সকল যানবাহনে ষ্টিকার লাগিয়ে দেয়।
এই সমস্ত ষ্টিকার ও লিফলেটে হেডিং দেয়া হয়েছে ‘সচেতন হউন, পুলিশকে তথ্য দিন ও নিরাপদ থাকুন’। এই সমস্ত লিফলেটে জনগণকে ১২টি বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে। এছাড়া সকল থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ কন্ট্রোল রুমের মোবাইল নম্বর দেয়া হয়েছে। যে কোন এলাকায় অপরিচিত লোক দেখা গেলে বা নিজেদের সন্তানদের সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হলে বা কেউ হঠাৎ নিখোঁজ হয়ে গেলে দ্রুত থানায় খবর দিতে বলা হয়েছে। এমনকি জনগণকে লিখিতভাবে জিডি করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ভাড়াটিয়াদের ছবিসহ বিবরণ থানায় জমা দিতে বলা হয়েছে। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানের নেতৃত্বে সদর থানা পুলিশ জেলা শহরে সকাল থেকেই তৎপরতা অব্যাহত রাখে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাইবান্ধায় জঙ্গি প্রতিরোধে পুলিশের বিশেষ তৎপরতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ