মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদীতে বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। গতকাল মঙ্গলবার আল-মাসিরাহ টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। সউদী আরব জানিয়েছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে হামলা চালানো একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সউদী সংবাদ সংস্থা এসপিএ-কে দেয়া এক বিবৃতিতে জোট মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, মঙ্গলবার নজরান ও জিজানে নিক্ষেপ করা হুতিদের তিনটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিরোধ করেছেন। সোমবার দিন শেষে সউদীতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোরও অভিযোগ করেন তিনি হুতি গোষ্ঠীর বিরুদ্ধে।
মঙ্গলবার খুব সকালে রিয়াদে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বিকট দুটি শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া শহর থেকে আকাশের দিকে কুণ্ডলী পাকানো ধোঁয়াও উঠতে দেখেছেন তিনি।
এর আগে করোনা মহামারীর কারণে দুই পক্ষ থেকে ছয় সপ্তাহের অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছিল। গত মাসে যার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে হুতিরা সউদী শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সউদী আরব বিমান হামলা চালিয়ে তার জবাব দিচ্ছে।
ইয়েমেনে এই গোষ্ঠীর সঙ্গে পাঁচ বছর ধরে লড়াইরত সউদী-নেতৃত্বাধীন সামরিক জোট বলেছে, মঙ্গলবার সউদী আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, মঙ্গলবার ভোরের দিকে তিনি রাজধানী রিয়াদে দু'টি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং শহরের আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলি দেখেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।