Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেটিজেনদের শুভেচ্ছা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ৩:২১ পিএম

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের আজ ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি শুভ কামনা ও নানা ইতিহাস-অবদান স্মরণ করে পোস্ট দিয়েছেন রাজনীতিপ্রিয় মানুষেরা।

১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রাচীন এ সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।

ফেইসবুকে শিহাব উদ্দীন ইমন লিখেছেন, ‘‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি দল নয় একটি অনুভূতি। রোজ গার্ডেনে জন্ম নিয়ে আজ ৭১বছরে পা দিলো।এ দল অনেক ত্যাগ তিতিক্ষা ও জীবনের বিনিময়ে আজ দেশ সেবায় দেশের নেতৃত্ব দিচ্ছে। সেই সব ত্যাগী নেতাকর্মী এ দলের প্রাণ যারা সংকটে সংগ্রামে মানুষের পাশে থেকে মাঠে থেকে দলের জনপ্রিয়তা সৃষ্টি করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর ই যোগ্য উত্যরাসূরী গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও সালাম।’’

ওসমান লিখেছেন, ‘‘১৯৪৯ সালের ২৩ জুন বৃহৎ প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। আজ বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭১বছর পূর্ন হল। জাতির এই ক্লান্তি লগ্নে দেশ ও মানুষের পাশে বাংলাদেশ আওয়ামীলীগ আছে এবং থাকবে। সে আসে ব্যাক্ত করে বাংলাদেশ আওয়ামীলীগকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।’’

হাজি রফিকুল ইসলাম রুবেল লিখেছেন, ‘‘দুর্যোগ-দুর্বিপাকে বাংলাদেশ আওয়ামীলীগ সর্বদা মানুষের পাশে। সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত দীর্ঘ পথ চলায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ বছর। সফল হোক, স্বার্থক হোক।’’

আনিসুর রহমান লিখেছেন, ‘‘প্রাণের স্পন্দন, ভালোবাসার শেষ ঠিকানা, বাংলাদেশের আন্দোলন সংগ্রামের সাথে সরাসরি জড়িত প্রাণের সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠন সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত যারা জড়িত এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাই মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন।’’

আব্দুস সামাদ টুনু লিখেছেন, ‘‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া,সংগঠন আওয়ামী লীগের ৭১তম জন্মদিন সফল হোক। দলটির আগামী দিনের পথচলায় তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা হোক।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ