Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ায় বিভিন্ন সংগঠনের আয়োজনে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতাবিরোধী’ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) বগুড়া কেন্দ্রের উদ্যোগে বগুড়া শহরের সাতমাথায় দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এ এফ এম আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী সৈয়দ ইফতেখার হোসেন, ভাইস চেয়ারম্যান (অ্যাকাডেমি অ্যান্ড এইচআরডি) প্রকৌশলী মো: মোকছেদুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: নাঈম উদ্দিন মিয়া প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান, এনডিসি হাবিবুল হাসান রুমিসহ জেলার সব প্রকৌশলী উপস্থিত ছিলেন।
গুলশান হলি আর্টিসান রেস্তোরাঁ ও দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে গতকাল বুধবার দুপুর পৌনে ১২টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস্ উল আলম জয়, উপাধ্যক্ষ শাহজাহান আলী, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের মানববন্ধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ