Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুঃখে মৃত্যু মা হাঁসের!

ইউকে মিরর | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ১২:০৩ এএম

সন্তানই হল শ্রেষ্ঠ সম্পদ। আর সেই সম্পদকে আগলে রাখতে কত সব ধরনের চেষ্টা করা হয়। কিন্তু মানুষের মাঝেই কি শুধু সন্তান প্রেম? পশুপাখিরা নিজেদের সন্তানের জন্যে ভাবে না?
খতিয়ে দেখলে পাওয়া যাবে, ওরাই হয়তো আরও গভীরভাবে ভাবে। আর ভাবে বলেই নিজের আসন্ন সন্তানদের মৃত্যু দেখে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলল এক মা হাঁস।

এমন মর্মান্তিক মৃত্যুর পেছনেও হাত মানুষেরই। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের কিয়ার্সলে’র ম্যাঞ্চেস্টার ক্যানেলে। গত ২০ মে সেখানে বেড়াতে গিয়েছিল একদল কিশোর-কিশোরী। তারাই ঢিল ছুড়ে ভেঙে দেয় ওই হাঁসের বাসাটি। সেখানে হাঁসের ৬টি ডিম ছিল। কিন্তু ঢিলের আঘাতে তিনটি ডিম ভেঙে যায়।
এক বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী জানান, ওই তিনটি ডিম ভেঙে যাওয়ার পর আরও দুটি ডিম নষ্ট হয়ে যায়। পড়ে থাকে শুধু একটি ডিম। সেই আঘাত আর সামলে উঠতে পারেনি মা হাঁসটি।

এমন পরিস্থিতি সঙ্গী পুরুষ হাঁসটিও আর ফিরে আসেনি স্ত্রী হাঁসটির কাছে। ফলে হতাশা যেন মা হাঁসকে আরও বেশি করে গ্রাস করে ফেলে। চলতি সপ্তাহে ওই মা হাঁসটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন ক্যানেলের কর্মীরা।

বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে যুক্ত ওই কর্মী, সাম উডরো বলছেন, ‘সত্যিই কিছু বলার নেই। হৃদয় ভেঙে গিয়েছিল হাঁসটির। জীবনসঙ্গী চলে গেছে। আসন্ন সন্তানরাও আর বেঁচে নেই দেখে হতাশাতে ডুবে গিয়েই মৃত্যু হয়েছে ওর।’



 

Show all comments
  • jack ali ২৩ জুন, ২০২০, ১২:৩৩ পিএম says : 0
    What American have learned only to kill kill, European went to America and killed Red Indian nearly 17 Millions not only that they also killed nearly Billion Buffalo's. Still they are killing people around the world and create war and sell military hardware.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ