Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেবাচিমের করোনা ওয়ার্ডে অগ্নিকান্ড, আতংকিত রোগীরা মাঠে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ৯:৪৩ পিএম

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৭ টার  পরে এ অগ্নিকান্ডে বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও তাড়াহুড়া করে বের হতে গিয়ে ওয়ার্ডের একাধিক করোনা রোগী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে বরিশাল ফায়ার স্টেশনের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে বলে দায়িত্বশীল সুত্রে জানা গেছে।
করোনা ওয়ার্ডে দায়িত্বরত ব্রাদার রাজিব বলেন, মাগরিবের নামাজের পর হঠাৎ করেই বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে ওয়ার্ডে আগুন ধরে যায়। সাথে সাথে মেইন সুইচ বন্ধ করে দেই। এতে পুরো ওয়ার্ড অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এসময় আতংকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন রোগী সামান্য আহত হলেও তা গুরুরত নয়।
বরিশাল ফায়ার স্টেশনের হটলাইন শাখা জানায় খবর পেয়ে ৭ টা ৪৫ মিনিটে ৩ টি ইউনিট হাসপাতালে পৌছায়। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে টিম ফেরত আসলে বিস্তারিত বলা যাবে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ করে করোনা ওয়ার্ডে রোগীদের চিৎকার চেচামেচির শব্দ পাই। পরে আগুন আগুন বলে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের সামনে মাঠে নেমে আসে। এরপরই ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা ওয়ার্ডে বিদ্যুৎ সরবারহ পূণর্বহাল হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ মাইকিং করে করোনা করোনা ওয়ার্ডের সামনের মাঠে অপেক্ষমান রোগীদের ওয়ার্ডে ফিরতে অনুরোধ জানাচ্ছেন।
উল্লেখ্য, প্রায় ১৫ কোটি টাকা ব্যায়ে গনপূতর্ অধিদপ্তর সম্প্রতি হাসপাতাল মেডিকেল কলেজ কমপ্লেক্সে যে ৫তলা ভবনটি নির্মান করেছে, তারই নিচ তলার একটি উইং-এ করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। ২২-৬-২০২০.



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ