Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঠের দর্শক ছড়াল করোনা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ১২:০৩ এএম

তারা ভেবেছিলেন করোনা থেকে মুক্তি মিলেছে। সার্বিয়ান ফুটবল কর্তৃপক্ষ তাই সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ফুটবল তো মাঠে ফিরিয়েছেনই, গ্যালারিতে দর্শক ঢোকার অনুমতিও দিয়ে দেন। কুফলটা কিছু দিন পর টের পেল দেশটির সবচেয়ে বিখ্যাত ক্লাব রেড স্টার বেলগ্রেড। দলটির পাঁচজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। ক্লাবটি আজ জানিয়েছে এই খবর। বেলগ্রেডে ফুটবল দেখতে গিয়ে সার্বিয়ার প্রতিবেশী মন্টেনেগ্রোতেও নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়েছেন কিছু ফুটবল ভক্ত।
সার্বিয়ান সরকার এ মাসের শুরুতে লকডাউন শিথিল করে দেয় দেশটিতে। উন্মুক্ত স্থানে জনসমাবেশের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞাও তুলে নেয় দেশটি। ১২ দিন আগে ১৬ হাজার দর্শকের উপস্থিতিতে চিরপ্রতিদ্ব›দ্বী পার্টিজান বেলগ্রেডের বিপক্ষে একটি ম্যাচ খেলে রেড স্টার। করোনা হানা দেওয়ার পর ইউরোপের কোনো ফুটবল ম্যাচে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড এটি। এরপর শনিবার প্রোলেতেরকে হারিয়ে কাপ জয়ের পর ১০ হাজারেরও বেশি সমর্থকে সঙ্গে উদযাপন করে রেড স্টার। মাঠে খেলা দেখতে যাওয়া দর্শক, রেড স্টারের সাফল্য উদ্যাপন করা ভক্ত ও সংশ্লিষ্ট অন্যরা স্বাস্থ্যবিধির কিছুই মানেননি।
তবে করোনা আক্রান্ত রেড স্টারের পাঁচ খেলোয়াড়ের চারজনের শরীরে আগেই করোনার উপসর্গ দেখা যাওয়ায় ফাইনালে খেলেননি তারা। রেড স্টার গতকাল এক বিবৃতিতে জানিয়ে ওই খেলোয়াড়েরা ভালো আছেন, ‘খেলোয়াড়েরা ভালো আছে। তাঁদের কঠোর আইসোলেশনে রাখা হয়েছে। ক্লাবের চিকিৎসক দলের সঙ্গে তাঁদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।’
সার্বিয়ার ফুটবল ম্যাচের প্রভাব পড়েছে প্রতিবেশী মন্টেনেগ্রোতেও। দু সপ্তাহ আগে দেশটিকে করোনামুক্ত ঘোষণা করেছিল সরকার। গত বৃহষ্পতিবার মন্টেনেগ্রোর রাজধানী পদগোরিকার সবচেয়ে বড় হাসপাতালের প্রধান জানান বেলগ্রেড ডার্বি দেখতে সীমান্তের ওপাড় থেকে নতুন করে করোনা বয়ে নিয়ে এসেছেন কিছু মানুষ, ‘এটা নিশ্চিত আমাদের কিছু মানুষের বেলগ্রেডে ডার্বি দেখতে যাওয়াটাই সর্বনাশ করেছে।
গত ২৯ মে সার্বিয়ান লিগ আবার শুরু হয়। সরকার নিষেধাজ্ঞা শিথিল করার আগে দর্শকশ‚ন্য মাঠেই খেলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ