মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও শুরুর দিকে লকডাউন দিতে চাননি ট্রাম্প। বরং এটিকে ‘সাধারণ ফ্লু’ বলে হেলাফেলা করেছেন তিনি। কিছু অঙ্গরাজ্য ও শহর কর্তৃপক্ষ নিজ দায়িত্বে লকডাউন দিলেও এর কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট। বিশেষজ্ঞরা যখন বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছেন, তখন তিনি উল্টো অর্থনীতি বাঁচিয়ে রাখার অজুহাতে সবাইকে বাইরে বেরিয়ে আসার ডাক দিয়েছেন। ট্রাম্পের উদ্যোগেই ইতোমধ্যে লকডাউন শিথিল করা হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনার ভয় কাটিয়ে যারা বাইরে বের হচ্ছেন, তাদের ‘সাহসী যোদ্ধা’ বলে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। করোনা প্রতিরোধের চেয়ে বরং এর উৎস হিসেবে চীনকে দোষারোপ করাতেই বেশি আগ্রহ দেখা গেছে ট্রাম্পের। এ নিয়ে নিজদেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। ধস নেমেছে জনপ্রিয়তায়ও। রয়টার্সের এক জরিপে দেখা গেছে, গত কয়েক মাসের মধ্যে জনপ্রিয়তার তলানিতে পৌঁছেছেন ট্রাম্প। তারচেয়ে রেকর্ড ১২ পয়েন্টে এগিয়ে গেছেন ডেমোক্রেট নেতা জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রে করোনা টেস্ট বেশি হওয়ার কারণেই বেশি বেশি রোগী শনাক্ত হচ্ছে। টেস্ট কমিয়ে দিলেই রোগীর সংখ্যা কমে যাবে। তবে প্রেসিডেন্টের এমন বক্তব্যের বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র দাবি করেছেন, ওই সময় ট্রাম্প ‘দুষ্টুমি’ করেছেন মাত্র। টেস্ট কমানোর কোনও পরিকল্পনা নেই তাদের। সিএনএন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।