বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মঈন উদ্দিন চৌধুরী শাজাহান (৫০) ও উপজেলার জানখালী গ্রামের সিদ্দিকুর রহমান খোকন (৪০)। শাহজাহান সেনের টিকিকাটা গ্রামের মৃত মোতাহার চৌধুরীর ছেলে এবং সিদ্দিকুর রহমান পাশর্^বর্তী পাথরঘাটা ফায়ার সার্ভিসে কর্মরত (ফায়ারম্যান) ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঈন উদ্দিন চৌধুরী গত ৭/৮ দিন থেকে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলো। তার শ্বাসকষ্ট বেড়ে গেলে রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় সোমবার রোগীর নমুনা সংগ্রহ করে তাকে জরুরী ভিত্তিতে বরিশাল অথবা খুলনা রেফার করেন। স্বজনরা এ্যাম্বুলেন্স যোগে খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে, সিদ্দিকুর রহমান গত ৩/৪ দিন ধরে সর্দি, গলাব্যাথা ও শ^াসকষ্টে ভুগছিলেন। রোববার দুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর অবস্থার অবনতি হলে সোমবার রোগীর নমুনা সংগ্রহ করে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। দুপুরে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।