Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে চিঠি চালাচালির ১০ঘন্টা পর আটক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ৩:৩৯ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতের ভুখন্ডে অবৈধ অনু-প্রবেশ করার অপরাধে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ।এ ঘটনার পর চিঠি চালাচালির ১০ঘন্টা পর সোমবার (২২জুন) সকাল ৯টায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছেন বিএসএফ। 

ওই সীমান্তের আবু সায়েদ আলী জানান গত রোববার গভীর রাতে সীমান্তের আর্ন্তজাতিক ৯২৯ মেইন পিলারের পাশ দিয়ে রাতে অন্ধকারে ভুল করে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদাহরিদাস এলাকায় ঢুকে পড়ে গোরকমন্ডল গ্রামের শাহ-আলম আলী (২২)। এ সময় টহলরত খারিদাহরিদাস ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন ।এ খবর গোরকমন্ডল ক্যাম্পের বিজিবির কাছে পৌঁছে। পরে বিজিবি -বিএসএফের মধ্যে চিঠি চালাচালির হলে ১০ ঘন্টা পর সোমবার সকাল ৯টায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে ফেরত দেয়া হয় । বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন গোরকমন্ডল ক্যাম্পের নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন খারিদাহরিদাস ক্যাম্পের ইন্সপেক্টর শুশীল কুমার। আটক আটক বাংলাদেশি যুবক হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিনের সীমান্ত লাগোয়া গোরকমন্ডল গ্রামের হোসেন আলীর ছেলে ।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিএসএফের কাছ থেকে ফেরত নিয়ে আসা যুবককের বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফ

১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ