বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে যুগান্তর পত্রিকার সাংবাদিক তার স্ত্রী, এক ইউপি সদস্য ও জেলা শ্রমিক লীগ সভাপতিসহ ১১জনের দেহে করোনভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১২৫ জনে।
সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
আক্রান্তরা হলেন উপজেলার পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা যুগান্তরের মির্জাপুর প্রতিনিধি ও তার স্ত্রী, একই গ্রামের এক নারী (৫০) তার জামাতা (৩৪), গ্রামের চরপাড়াএকজন পুরুষ (৩০), সদরের ইউনিয়নপাড়ার বাসিন্দা এক বৃদ্ধ (৬০), কলেজ রোডের এক পুরুষ (৫০), গোড়াই নাজিরপাড়ার বাসিন্দা টাঙ্গাইল জেলা শ্রমিক লীগ সভাপতি (৭১), একই এলাকার এক শিশু (১১), গোড়াই ইউপির এক নম্বর ওয়ার্ড সদস্য (৪০) ও গোড়াই সোহাগপুরের এক নারী (২৩)। এ নিয়ে মির্জাপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১২৫ জন। এর মধ্যে তিনজন মারা গেছেন। ৩১জন সুস্থ হয়েছেন বাকিরা নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্তদের বাড়ি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।