বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে নানারকম বিতর্ক। তার অকালে চলে যাওয়ার পর মানুষের প্রতিক্রিয়ায় বিরক্ত প্রয়াত অভিনেতা ইরফান পত্নী সুতপা শিকদার৷
সম্প্রতি নিজের মাইক্রোব্লগিং সাইটে একটি পোস্ট শেয়ার করেছেন সুতপা শিকদার। তার মতে, যে মানুষটা চলে গেছেন তার প্রতি সঠিকভাবে শ্রদ্ধা জানাতে আমরা ব্যর্থ। সুশান্তের মৃত্যুর পর কিছু মানুষ নেপোটিজম, বুলিইংয়ের বিরুদ্ধে মুখ খুলছেন। এই মুহুর্তে সেটা কতটা যৌক্তিক দাবি আমার জানা নেই।
সুশান্তের আত্মহত্যার মামলায় ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও মিডিয়ায় কাটাছেঁড়া চলছে। এই প্রসঙ্গ টেনে তিনি লেখেন, 'আমার এই মেয়েগুলোর কথা ভেবে খারাপ লাগছে যাদের নাম প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে। রিয়াকে নিয়ে ট্রোল করতেও ছাড়ছেন না অনেকে। বাস্তবিকভাবে আমরা তো ভাবতেও পারি না যে তাদের দু'জনের মধ্যে কি হয়েছিলো। তাহলে সোশ্যাল মিডিয়ায় পুলিশ হয়ে কাউকে বিচার করার দরকার কি? ভার্চুয়াল জগতে আজকাল তো সবাই ডাক্তার, থেরাপিস্ট, কাউন্সিলর আরও কত কি হয়ে যাচ্ছে।'
তিনি আরও লিখেছেন, 'আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। কেননা মানুষ যখন সহানুভূতিশীল হওয়ার অজুহাতে সুশান্তের মৃত্যু নিয়ে কাটাছঁড়া করেন। আমরা পুরোপুরিভাবে ভুলে গিয়েছি ওকে শ্রদ্ধা জানাতে কিংবা যা রয়ে গেছে সেটাকেও। তাই বলতে চাই, এই কঠিন সময়ে আশেপাশের মানুষের মঙ্গলের কথা ভাবুন, দুষ্টু শকুন হয়ে লাভ নেই।'
উল্লেখ্য, রবিবার (১৪ জুন) বান্দ্রার কার্টার রোডের নিজ বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তিনি আত্মহত্যায় করেছেন বলে জানা গেছে। এই মামলায় ইতোমধ্যে ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে বান্দ্রা পুলিশ।