বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা শনাক্তে নমুনা পরীক্ষা নিয়ে চলছে বিশৃংখলা সিলেটে। রিপোর্ট পাওয়ার হাতে আসার পূর্বেই সুস্থ হয়ে উঠছেন আক্রান্তরা। পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শ, নির্দেশনা ও তাগিদ স্বত্বেও ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা বাড়ানো হচ্ছে না। অথচ নমুনা বেড়ে গেলে ওসমানীর ল্যাবের এক তৃতীয়াংশ জনবল নিয়ে দ্বিগুণ পরীক্ষা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে। ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় দায়িত্বহীনতার কারণে মানুষের মধ্যে চাচা ক্ষোভ দেখা দিয়েছে। গত ৭ এপ্রিল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা শুরু হয় করোনা শনাক্তের নমুনা। শুরুতে বিভাগের নমুনা পরীক্ষা হতো এই ল্যাবে। কিন্তু নমুনার পরিমাণ বেড়ে যাওয়ায় ওসমানীর ল্যাবে শুধু সিলেটের নমুনা রেখে বাকি ৩ জেলার নমুনা পাঠিয়ে দেওয়া হতো ঢাকায়। এর মধ্যে গত ১৯ মে শাবিপ্রবিতে আরও একটি ল্যাব চালু হয়। সেখানে পরীক্ষা শুরু হয় সুনামগঞ্জের নমুনা। আর হবিগঞ্জ ও মৌলভীবাজারের নমুনা এখনো পরীক্ষা করানো হচ্ছে ঢাকায় পাঠিয়ে। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শুরু থেকে প্রতিদিন দুই রাউন্ডে নমুনা পরীক্ষা করা হচ্ছে ১৮৮টি। নমুনা বেড়ে যাওয়ায় পরীক্ষা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাগিদ দেন কয়েক দফা। কিন্তু তারপরও নির্লিপ্ত প্রশাসন। সেকারনে পুরাতন ছকেই পরীক্ষা আটকে আছে ১৮৮ নমুনায়। ল্যাব সূত্র জানায়, এক রাউন্ডে ৯৪টি নমুনা পরীক্ষায় সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা। সে অনুযায়ী ওসমানীর ল্যাবে প্রতিদিন কাজ হচ্ছে ৪-৫ ঘণ্টা। অবশিষ্ট সময় ফ্রি থাকছে ল্যাব। পরীক্ষা বাড়িয়ে চার রাউন্ড অর্থাৎ দ্বিগুণ করা হলে সময় লাগতে পারে সর্বোচ্চ ৯ ঘণ্টা। কিন্তু ল্যাব সংশ্লিষ্টদের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ এখন। তারা বাাড়চ্ছে না নমুনা পরীক্ষা। ফলে নমুনা জট লেগেই থাকছে ল্যাবে। গতকাল পর্যন্ত ল্যাবে ১১০০ নমুনা জমা পড়েছে বলে জানিয়েছেন ল্যাব প্রধান অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক। এদিকে, নমুনা জমে গেলে একসঙ্গে কয়েক হাজার ঢাকায় প্রেরন করা হয়। সেখান থেকে রিপোর্ট আসতে দুই সপ্তাহ সময় লাগে। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু অনেকে নিরাপদ মনে করে নিজের অজান্তেই সংক্রমিত করছেন অপরকে। ওসমানীর ল্যাবে পরীক্ষা বৃদ্ধি না করার বিষয়ে ডা. ময়নুল হক বলেন, নমুনা পরীক্ষা বাড়াতে হলে সিলেটে আরও দুটি ল্যাব বসানো প্রয়োজন। এ ছাড়া কিট সংকট থাকায়ও পরীক্ষা বাড়ানো যাচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।