Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বিভাগে নতুন করে শনাক্ত ১৫৮, মৃত্যু-২

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ২:২৪ পিএম

রাজশাহী বিভাগের আট জেলায় নতুন করে আরো ১৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। আর দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) তারা মারা যান। সোমবার (২২ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়ে বলেন, জানান, নতুন করে মারা যাওয়া দুইজনের বাড়ি বগুড়ায়। এ জেলায় এখন পর্যন্ত ৩৩ জন মারা গেলেন করোনায়।
স্বাস্থ্য বিভাগের হিসাবে গোটা বিভাগে এ পর্যন্ত ৪৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ৩, নওগাঁয় ৪, নাটোরে ১, সিরাজগঞ্জে ৩ এবং পাবনায় ৫ জন মারা গেছেন। বিভাগের চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটে এখনও কারও মৃত্যু হয়নি করোনায়।
রোববার নতুন শনাক্ত ১৫৮ করোনা রোগীর মধ্যে ১০৯ জনই হটস্পট বগুড়ার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ২৭, নাটোরে ১৩, জয়পুরহাটে ১, সিরাজগঞ্জে ৭ এবং পাবনায় ১ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। রাজশাহী বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭২৪ জন।
এর মধ্যে বগুড়ায় ২ হাজার ১৯৪, রাজশাহীতে ২৬৪ জন, জয়পুরহাটে ২৫৪, নওগাঁয় ২৩৯, সিরাজগঞ্জে ২৬৮, পাবনায় ২৭১ জন, নাটোরে ১৩৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জন শনাক্ত হয়েছেন।
পুরো বিভাগে সুস্থ হয়েছেন ৭৭৫ জন করোনা রোগী। এর মধ্যে নওগাঁর ১৭৯ জন, জয়পুরহাটের ১৩৬ জন, বগুড়ার ২৪৮ জন, নাটোরের ৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৩ জন, রাজশাহীর ৫৯ জন, সিরাজগঞ্জের ১৮ জন এবং পাবনার ২৮ জন করোনামুক্ত হয়েছেন। গত ১২ এপ্রিল বিভাগে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ