Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুরান্নব্বইতে নির্বাচনে প্রার্থী

বিবিসি নিউজ | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১২:০০ এএম

বয়স ৯৪ পেরিয়ে গেছে। ফান্সের আন্দ্রে ট্রিগানো এখনো রাজনীতির ‘মায়া’ ছাড়তে পারেননি। এবারও মেয়র নির্বাচনে জয়ের পথে আছেন। ফ্রান্সের স্থানীয় এই নির্বাচন শুরু হয় গত মার্চে। করোনার কারণে প্রথম ধাপের পর আর এগোয়নি। দ্বিতীয় ধাপের নির্বাচন ২৮ জুন।

আন্দ্রে ট্রিগানো প্রথম ধাপের নির্বাচনে শীর্ষে রয়েছেন। এবার জিতলে মেয়াদ শেষ হতে হতে বয়স হবে ১০১। ট্রিগানো এর আগেও নির্বাচন করেছেন। তবে সেটা ৪৬ বছর আগে। ফ্রান্সে এর থেকেও বেশি বয়সী মেয়র আছেন, তবে তাদের গল্পটা ট্রিগানোর মতো কঠিন নয়।
১৯২৫ সালে প্যারিসে জন্ম নেয়া ট্রিগানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন। এরপর অনেক অভাব-অনটনের ভেতর দিয়ে বেঁচে থাকেন।

ট্রিগানো জানান, কাউন্সিলর এবং মেয়রসহ মোট ১৯টি ভিন্ন ভিন্ন নির্বাচনে লড়াই করেছেন। এর মধ্যে হেরেছেন মাত্র চারটিতে। নিজের এই পথচলায় ট্রিগানো দারুণ গর্বিত। অন্য কেউ তার মতো জীবন চাইলে কী করতে হবে, এমন প্রশ্নের জবাবে বলেন, ‘যুদ্ধ করতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ