Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার তপুর গানের মডেল হলেন তার স্ত্রী নাজিবা

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এবার মিউজিক ভিডিওর মডেল হলেন সঙ্গীতশিল্পী তপুর স্ত্রী নাজিবা সেলিম।  ভালোবাসা দিবসে ভালো আছি শিরোনামের একটি গানের ভিডিও তৈরি করেছেন তপু। গানটি তপু গেয়েছিলেন প্রিন্স মাহমুদের কথা ও সুরে কেয়া পাতার নৌকো অ্যালবামে। সেই গানের ভিডিওতেই মডেল হিসেবে দেখা যাবে নাজিবাকে। তপু জানান, দুজন মিলে ঘুরতে গিয়েছিলাম কক্সবাজারে। সঙ্গে ছিলো নতুন একটা ক্যামেরা। ব্যাস, শখের বসে ওকে নিয়ে ভিডিওটা তৈরি করে ফেললাম। সেটা দেখার পর মনে হলো খারাপ হয়নি। তাই সিদ্ধান্ত নিয়েছি এটাই ভক্তদের জন্য ভালোবাসা দিবসের উপহার হিসেবে দেব। তপু জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালো আছি গানের ভিডিওটি তিনি নিজের ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশ করবেন। উল্লেখ্য, এর আগে তপুর এই কি বেশি না গানের নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন তার নাজিবা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার তপুর গানের মডেল হলেন তার স্ত্রী নাজিবা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ