Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোয়েব-সানিয়া পাঁচ মাস পর মুখোমুখি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১:৫৯ পিএম

পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক অবশেষে স্ত্রী ও পুত্রের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন। প্রায় পাঁচ মাস পর স্ত্রী সানিয়া মির্জা ও ইরানের সঙ্গে দেখা করতে পারবেন শোয়েব মালিক। স্বাভাবিকভাবেই পিসিবির সিদ্ধান্তে খুশি শোয়েব-সানিয়া দুজনেই।

চলতি বছরের শুরুর দিকে পাকিস্তান সুপার লিগ খেলতে ব্যস্ত ছিলেন পাঁচ তারকা ক্রিকেটার শোয়েব মালিক। এরপর বিশ্বজোড়া করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানি রয়েছেন শোয়েব। অন্যদিকে তার স্ত্রী সানিয়া পুত্রকে নিয়ে ভারতে রয়ে গিয়েছেন। ফলে প্রায় দীর্ঘ পাঁচ মাস দেখা হয়নি তাদের।

আবার সেপ্টেম্বর মাস থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যাবে পাকিস্তান দল। সেই দলের টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন শোয়েব মালিক। ফলে আরও বেশ কিছুদিন শোয়েবের সাথে তার পরিবারের দেখা হবে না। তাই এক্ষেত্রে মানবিক সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

শোয়েবকে মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য পরিবারের সঙ্গে দেখা করার ছাড়পত্র দিল পিসিবি।
পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে তিনি সরাসরি চলে যাবেন ইংল্যান্ড সিরিজ খেলতে। তবে সেখানে গিয়ে তাকে চৌদ্দ দিন কোয়ারেন্টাইন থেকে তবেই দলের সঙ্গে যোগ দিতে হবে। সব মিলিয়ে প্রায় পাঁচ মাসের ব্যবধানে সাক্ষাৎ হতে চলেছে ক্রীড়া জগতের এই তারকা দম্পতির।-পুবের কলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ