Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকা ছাড়াই ‘বিলীন’ হবে করোনা : ট্রাম্প

নির্বাচনী র‌্যালির অনুমতি দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টিকা ছাড়াই বিলীন হয়ে যাবে করোনাভাইরাস মহমারি। তবে গবেষকরা একটি টিকা তৈরির করার খুব কাছাকাছি চলে এসেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। বুধবার রাতে ফক্স নিউজকে দেয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা একটি ভ্যাকসিন তৈরির খুব কাছে চলে এসেছি। আমরা প্রতিষেধক, খুব ভালো প্রতিষেধকের অনেক কাছাকাছি রয়েছি। তিনি বলেন, কিন্তু একটি টিকা ছাড়াই বিলীন হয়ে যাবে করোনাভাইরাস। এটা বিলীন হয়ে যাবে। তবে একটা ভ্যাকসিন তৈরি হলে দারুণ হবে এবং এমনটাই ঘটবে। এমন এক সময় ট্রাম্প এই মন্তব্য করলেন, যখন দেশটিতে প্রতিদিনই ২০ হাজার করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এই মহামারিতে আক্রান্ত হয়ে দেশটিতে ১ লাখ ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। করোনার বিস্তার রোধে দেশটিতে লকডাউন আরোপ করা হলে যুক্তরাষ্ট্রে আর্থিক মন্দা দেখা দেয়। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকান্ড পুনরায় চালু করার আহবান জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের প্রধান ডা. অ্যান্থনি ফাউচি বলেছেন, এ বছরের শেষে বা আগামী বছরের শুরুর দিকে করোনার একটি টিকা তৈরি হতে পারে। অপরদিকে, ওকলাহোমার তুলসা শহরে নির্বাচনী র‌্যালির অনুমতি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সুপ্রিম কোর্ট এই অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহে র‌্যালি বন্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল জন হোফ ফ্রাঙ্কলিন ফর রিকনসিলেশন নামের একটি অলাভজনক সংস্থা। তাদের দাবি, করোনা প্রাদুর্ভাবের এই সময়ে জনসমাগম ভাইরাসের সংক্রমণ বাড়াতে পারে। তাই র‌্যালিতে যোগদানকারীদের হয় সামাজিক দ‚রত্ব মানতে বাধ্য করা উচিৎ, নতুবা র‌্যালি বাতিল করা প্রয়োজন। শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট রায়ে বলেছে, লকডাউন প্রত্যাহার করায় ওকলাহোমায় ইতোমধ্যে অর্থনৈতিক কর্মকান্ড শুরু হয়েছে। সামাজিক দূরত্ব মানার সিদ্ধান্ত স্বতন্ত্রভাবে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের। র‌্যালিতে যোগদানকারীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে, তারা অংশগ্রহণকারীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন এবং স্যানিটাইজার ও মাস্ক সরবরাহ করবেন। এর আগে শুক্রবার সকালে ট্রাম্প একাধিক টুইটে তার র‌্যালির বিরুদ্ধে যারা বিক্ষোভ করবে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘যে কোনো বিক্ষোভকারী, নৈরাজ্যবাদী, আন্দোলনকারী, লুটেরা বা নিম্নস্তরের লোক ওকলাহোমাতে যাবেন, তারা বোঝার চেষ্টা করুন নিউ ইয়র্ক, সিয়াটল বা মিনিয়াপোলিসে যা হয়েছে আপনাদের সঙ্গে তেমন আচরণ করা হবে না। এটা হবে একেবারেই ভিন্ন দৃশ্য! ফক্স নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ