Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জালিয়াতির দায়ে চাকরি ছাড়লেন ওয়্যারকার্ড’এর সিইও মার্কাস ব্রাউন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৭:৫৬ পিএম

২.১ বিলিয়ন ডলার জালিয়াতির দায় নিয়ে চাকরি ছাড়লেন ওয়্যারকার্ড’এর সিইও মার্কাস ব্রাউন। ডিজিটাল পেমেন্ট ফার্মটি এ অর্থ কখনোই উদ্ধার করতে পারবে না বলে আশঙ্কা করা হচ্ছে। অডিটে গত বছর ধরা পড়ে জার্মানির এ প্রতিষ্ঠানটির অর্থ লোপাটের বিষয়টি। -সিএনএন

শেয়ারবাজারে কোম্পানির শেয়ার সূচক ৭৫ শতাংশ পতন হলে এর সিইও মার্কাস ব্রাউন পদত্যাগ করতে বাধ্য হন। লন্ডনের ক্যাপিটার গ্রুপ গবেষণা প্রধান জ্যাস্পার লাওলার বলছেন ওয়্যারকার্ড ডুবতে বসেছে।

১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর ইউরোপে সবচেয়ে প্রতিশ্রুতিশীল প্রযুক্তি প্রতিষ্টান হিসেবে গড়ে ওঠে। ভোক্তাদের জন্যে তথ্য বিশ্লেষণ , ডিজিটাল পেমেন্ট দিতে ২৬টি দেশে এর ৬ হাজার কর্মচারী শশব্যস্ত থাকত। ২০১৮ সালে কোম্পানির আয় হয় ২ . ২ বিলিয়ন ডলার যা ছিল ৫ বছর আগের আয়ের চেয়ে ৪ গুণ বেশি । ওয়্যারকার্ডের মোট সম্পদের পরিমান হচ্ছে ২৬ . ৯ বিলিয়ন ডলার। শেয়ার বাজারে ৩ . ৬ বিলিয়ন ডলারের মূল্য হারালেও সর্বশেষ প্রতিটি শেয়ারপত্রের মূল্য রয়েছে ২৮ . ৮৮ ডলার ।

গত ১৮ মাস ধরে ওয়্যারকার্ডের এই জালিয়াতির বিষয়টি অংশীদার , কর্মচারী ও অন্যান্য ব্যবসায়ী সহযোগী প্রতিষ্ঠানকে উদ্বিগ্ন করে রেখেছে । গত বছর জানুয়ারি মাসে সিঙ্গাপুরে কোম্পানির একটি পিছনের তারিখে সন্দেহজনক এক ব্যাংকিং লেনদেনের মধ্যে দিয়ে জালিয়াতির ঘটনার সূত্রপাত ঘটে ।

১৮ বছর ধরে কোম্পানির নেতৃত্ব দিয়ে আসছিলেন মার্কাস ব্রাউন। কোম্পানির এহেন অবস্থার জন্যে দায় স্বীকার করে পদত্যাগের বিষয়ে মার্কাস বলেন এ প্রতিষ্ঠানটির জন্যে আমি আর বোঝা হয়ে থাকতে চাইনা ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ