Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপরিবারে করোনায় আক্রান্ত ক্রীড়া সংগঠক বাবলু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৭:৫৩ পিএম

স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বনামধন্য ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু। ২৬ মে জ্বরে পড়লে তিনদিন পর পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজেটিভ আসায় হোম আইসোলেশনে চলে যান বাবলু। ১৩ জুন স্ত্রী ইয়াসমিন পারভীন এবং দুই মেয়ে তাজরিন ও তাসনিমের সঙ্গে নিজেও দ্বিতীয়বারের মতো কোভিড পরীক্ষা করান বাবলু। ওই পরীক্ষার রিপোর্টে সবার করোনা পজেটিভ ধরা পড়ে। ফলে এখন সবাই সিদ্ধেশ্বরীস্থ নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে রয়েছেন। এ বিষয়ে বাবলু শনিবার বলেন, ‘আমার জ্বর থাকলেও অন্যদের কোন উপসর্গ ছিল না। তারপরও দুর্ভাগ্যক্রমে আমার পরিবারের সবার করোনা পজিটিভ। আমরা বর্তমানে হোম আইসোলেশনে আছি। আমাদের জন্য দোয়া করবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ