Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘ ৮৭ দিন পর ভোমরা স্থলবন্দরের আমদানি কার্যক্রম শুরু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৫:১১ পিএম

দীর্ঘ ৮৭ দিন পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের কার্যক্রম চালু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শনিবার (২০ জুন) বিকাল ৩ টা থেকে ভারতের পণ্যবাহী ট্রাক বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে।
করণা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের শর্তানুযায়ী প্রতিদিন ভারত থেকে ৫০ টি করে পণ্যবাহী ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করবে। তবে বাংলাদেশ থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করতে পারবে না। তিনি আরো জানান, ব্যবসায়ী ও শ্রমিকদের দিকে তাকিয়ে ভারতের এই শর্তে রাজি হয়ে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম শুরু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ