Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

১১ জুন দেশে ফিরেছেন এন্ড্রু কিশোর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১:২৬ পিএম
মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসা শেষে দীর্ঘ নয় মাস পর দেশে ফিরেছেন গুনী সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। গেল ১১ জুন রাত আড়াইটার দিকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন এই সংগীতশিল্পী।
 
দেশে ফেরা প্রসঙ্গে গণমাধ্যমে এন্ড্রু কিশোর বলেন, 'গত ১১ জুন দেশে এসেছি। বর্তমানে মিরপুরের বাসাতেই আছি। কিন্তু কাউকে জানানো হয়নি। শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়। কোলাহল মুক্ত পরিবেশে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার। সেই নির্দেশনা মেনে চলার চেষ্টা করছি।'
 
গেল বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাড়ি জমিয়েছিলেন এন্ড্রু কিশোর। এরপর শরীরে ক্যান্সারের উপস্থিতি মিললে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা শুর হয়। সেখানে চিকিৎসক লিম সুন থাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
 
উন্নত চিকিৎসা শেষে গত মাসের মাঝামাঝি সময়ে শিল্পীর দেশে ফেরার কথা শোনা গিয়েছিলো। কিন্তু বর্তমান সঙ্কটের কারণে তখন ফেরা সম্ভব হয়নি।
 
উল্লেখ্য, ১৯৭৭ সালে 'মেইল ট্রেন' সিনেমার 'অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ' শিরোনামের গান দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন এন্ড্রু কিশোর। তবে এ জে মিন্টু পরিচালিত 'প্রতীজ্ঞা' সিনেমার 'এক চোর যায় চলে' গান দিয়ে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পান তিনি। পাশাপাশি সম্মাননা হিসেবে ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন কিংবদন্তি এই শিল্পী।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ