Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় পাঠানো চট্টগ্রামের ১৩০৬ নমুনায় ২২২ জনের করোনা পজেটিভ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১২:৪৪ পিএম

টেস্টের জন্য ঢাকায় পাঠানো চট্টগ্রামের ১৩০৬ জনের নমুনা পরীক্ষা করে ২২২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি ইনকিলাবকে এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকায় তিন হাজার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার পর্যন্ত ১৩০৬ জনের নমুনা পরীক্ষা করে রিপোর্ট পাঠানো হয়েছে। বাকি নমুনার ফলাফল কালকের মধ্যে পাওয়া যেতে পারে। তবে যাদের নমুনায় করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে তাদের এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে।

জটে আটকে পড়া ৩ হাজার নমুনা ঢাকায় পাঠানো হয় ১০জুন।

নতুন এ ২২২ জন সহ চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা এখন পর্যন্ত ৬ হাজার ৩২১ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৩ জনের মৃত্যু এবং ২০ জনের সুস্থ হওয়ার তথ্য দিয়েছে সিভিল সার্জন কার্যাল। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৯ জন। নতুন করে ২০ জন সহ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৯০জন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ