Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আক্রান্ত ৬ হাজার ছাড়ালো আরো ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১০:০১ এএম

চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে।
চট্টগ্রামের চারটি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৮৭ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে
মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৬ হাজার ৯৯ জনে। করোনায় মারা গেছেন আরও তিনজন ।

শনিবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
নতুন আক্রান্তদের মধ্যে ৯২ জন চট্টগ্রাম নগরীর এবং ৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে মোট ৭৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডিতে ২৬৯টি নমুনা পরীক্ষা করে ৪২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২৪টি নমুনা পরীক্ষা করে ৪৯ জন, সিভাসুতে ১৫৪টি নমুনা পরীক্ষা করে ৩৯ জন, চমেক ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৩ জনের মৃত্যু এবং ২০ জনের সুস্থ হওয়ার তথ্য দিয়েছে সিভিল সার্জন কার্যাল। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৯ জন। নতুন করে ২০ জন সহ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৯০জন । 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ