মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের কৃষ্ণাঙ্গ দুই ভাই বিনা অপরাধে দীর্ঘ ২৪ বছর জেল খেটেছেন। এ কারণে, তাদেরকে ৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটির টাকারও বেশি অর্থ) ক্ষতিপূরণ দিল মেরিল্যান্ড রাজ্য সরকার।
কৃষ্ণাঙ্গ দুই ভাই এরিক সিমন্স এবং কেনেথ জুনিয়র ম্যাকফারসন ১৯৯৪ সালের এক হত্যা মামলায় এতদিন সাজা খেটেছিলেন। মেরিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে ২১ বছর বসয়ী এক যুবক হত্যার দায়ে তাদেরকে ১৯৯৫ সালের শুরুর দিকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তাদের দু’জনেরই বয়স ২০ এর কাছাকাছি ছিল। পরে মামলার প্রসিকিউটর মামলাটি পুনরায় বিবেচনা করেন এবং তদন্তে ভুল পাওয়ায় গত বছরের মে মাসে তাদেরকে নিষ্কৃতি দেয়া হয়।
পুনরায় তদন্ত থেকে জানা যায়, সে সময় পুলিশ ১৩ বছর বয়সী এক কিশোরকে সিমন্স ও ম্যাকফারসনের বিরুদ্ধে সাক্ষী দিতে চাপ দেয়। সাক্ষী না দিলে সেই ছেলেকে হত্যা মামলার আসামি করা হবে হুমকি দেয়া হয়। আর পুলিশি ছত্রছায়ায় আরেক সাক্ষী জবানবন্দীতে জানিয়েছিল, সে তার বাড়ির তৃতীয় তলা থেকে তাদের হত্যা করতে দেখেছিলেন। যেটি কিনা ১৫০ ফুট দূরত্বে ছিল। এ বিষয়ে বাল্টিমোর রাজ্য অ্যাটর্নি মারলিন মোসবে জানান, গত বছর মুক্ত হওয়া ম্যাকফারসন হত্যাকান্ডের সময় পাশেই এক পার্টিতে ছিলেন। আর সিমন্স তার ঘরেই শুয়ে ছিলেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পুলিশ এবং ফৌজদারি বিচার ব্যবস্থা নিয়ে আবারও বিতর্ক উঠলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।