Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঠের পুতুলকে বিয়ে

গালফ নিউজ | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১২:০২ এএম

ছেলে কাঠের পুতুলের মতোই ‘অকাজের’। তাই তাকে বিয়ে দেয়ার জন্য পাত্রী পাচ্ছিলেন না বাবা। শেষ পর্যন্ত কাঠের প্রতিকৃতিকে বউ সাজিয়ে বিয়ে দেয়া হল ওই ছেলের সাথে। বুধবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে ঘুরপুরে প্রথা মেনে অনুষ্ঠান করেই এই বিয়ের ঘটনা ঘটেছে।

জানা গেছে, বিয়েতে উপস্থিত ছিলেন আত্মীয়স্বজনরাও। কাঠের ‘বউ’কে পরানো হয়েছিল লাল শাড়ি। ফুল দিয়ে সাজানো হয়েছিল সেটিকে। স্থানীয় পুরোহিত মন্ত্র পড়ে যুবকের সঙ্গে বিয়ে দিয়েছেন কাঠের প্রতিকৃতির। হিন্দু রীতিতে মালাবদল ও সাত পাক ঘোরা-র মতো সমস্ত প্রথাই হয়েছে সেই বিয়েতে।এ বিষয়ে পাত্রের বাবা ৯০ বছরের শিব মোহন বলেন, ‘আমার ন’টি ছেলে রয়েছে। তাদের আটজনের বিয়ে হয়ে গিয়েছে। আমার ছোট ছেলের কোনও সম্পত্তি নেই। তার বুদ্ধিও খুব কম। তাই পুতুলের সঙ্গেই আমি তার বিয়ে দিয়েছি।’
শিব মোহন তার সন্তানদের বলেছিলেন তার মৃত্যুর আগে বিয়ে করতে হবে সকলকে। সেই ইচ্ছাপূরণেই কাঠের পুতুলের সঙ্গে বিয়ে করতে রাজি করানো হয়েছিল ওই যুবককে। তাকে বোঝানো হয়েছে, এই ঘটনা খুব স্বাভাবিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ