Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই কানাডিয়ান নাগরিকের বিচার শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ৮:৩৬ পিএম

কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কোভরিগ ও ব্যবসায়ী মাইকেল স্পাভোর ২০১৮ সালের ডিসেম্বর থেকে চীনের কারাগারে রয়েছেন। বেইজিং ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ডানডং শহরে আলাদাভাবে তাদের বিচার শুরু হয়েছে। -বিবিসি

তাদের বিরুদ্ধে জাতীয় গোপনীয় তথ্য সংগ্রহ এবং বিদেশি শক্তিকে গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। জানা যায়, যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার ভ্যানকুভারে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের কর্মকর্তা মেং ওয়াংজুকে আটক করা হয়। এর কয়েক দিনের মাথায় চীনে আটক হয় কানাডার ওই দুই নাগরিক। কানাডা এই গ্রেপ্তারকে বিচার বর্হিভূত আখ্যা দেয়। হুয়াওয়ে কর্মকর্তাকে আটকের প্রতিশোধ হিসেবে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে চীন।

বিবিসি’র বিশ্লেষণে বলা হয়েছে , চীনের আদালত ব্যবস্থা সম্পূর্ণভাবে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণাধীন। আসামীদের বিরুদ্ধে একবার অভিযোগ গঠন হলে তাদের দণ্ডিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ