Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাফুফেকে অনুরোধ সোহেল-আবদুল্লাহর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ৭:২৯ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বাতিল হয়েছে ঘরোয়া ফুটবলের ২০১৯-২০ মৌসুম। ফলে শুরু হলেও শেষ হতে পারেনি মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। মৌসুম বাতিল হওয়ায় মাঠে গড়াচ্ছে না স্বাধীনতা কাপ টুর্নামেন্টও। তাই ফুটবলারদের উপার্জনের পথ বন্ধ। করোনাকালে দেশে সাধারণ ছুটি থাকায় দীর্ঘদিন ঘরবন্দি ফুটবলাররা। অলিখিত লকডাউন বা সাধারণ ছুটি উঠে গেলেও ঘরেই আছেন তারা। রুটি-রুজির পথ বন্ধ থাকায় এখন অনেকটাই অর্থকষ্টে ভুগছেন বিপিএলের সব ফুটবলার। বাতিল হওয়া মৌসুমে তারা ক্লাব থেকে যে অর্থ পেয়েছেন, তাও প্রায় শেষ। তাই নতুন মৌসুম শুরুর ঘোষণা করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অনুরোধ করেছেন জাতীয় দল ও ঢাকা আবাহনী লিমিটেডের তারকা মিডফিল্ডার সোহেল রানা এবং আরেক মিডফিল্ডার মোহাম্মদ আবদুল্লাহ।

শুক্রবার এক ভিডিও বার্তায় সোহেল রানা বলেন,‘করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার লিগ বাতিল হওয়ায় খুব বাজে অবস্থার মধ্যে পড়েছি আমরা। তাই খুব দ্রুতই পরবর্তী মৌসুমের লিগ শুরু করার জন্য সিদ্ধান্ত নিতে বাফুফের কাছে অনুরোধ করছি আমরা। এটা আমাদের জন্য খুবই জরুরী। কারণ খেলা মাঠে থাকলেই আমাদের রুটি-রুজির নিশ্চয়তা মেলে। আমাদের পরিবার খেলার উপরই নির্ভরশীল। লিগ খেলার অর্থ দিয়েই আমরা পরিবারের খরচ চালাই। যদি আমরা আগামী মৌসুমের লীগ শুরুর সম্ভাব্য দিনক্ষণ জানতে পারি, তাহলে মানসিকভাবে প্রশান্তি পাবো।’

মিডফিল্ডার মোহাম্মদ আবদুল্লাহ বলেন,‘এবারের মৌসুম এবং লিগ বাতিল হওয়ার পর আমরা খুব একটা ভালো নেই। আমার আশা, করোনাকাল কেটে গেলে খেলার উপযোগি পরিস্থিতি ফেরার পর খুব তাড়াতাড়িই আগামী মৌসুমের লিগ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাফুফে। যদি শিঘ্রই খেলা শুরু না হয়, তাহলে আমাদের ফিটনেস ঠিক থাকবে না। আর জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে লিগ। তাই বিপিএলের ক্লাবগুলোর সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব লিগ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাফুফেকে অনুরোধ করছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ