Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনায় আক্রান্ত চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ৫:৩৪ পিএম

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. জাকির হোসেন খান। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। তবে তার অবস্থা ভালো এবং তিনি বাসায় আইসোলেশনে আছেন।

ডিআইজি সাংবাদিকদের জানান
বৃহস্পতিবার রাতে প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. জাকির হোসেন খানের করোনা পজিটিভ আসে।
তার শরীরে জ্বর থাকলেও তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। তিনি বাসায় আইসোলেশনের রয়েছেন।
মো. জাকির হোসেন খান বলেন, শরীরে জ্বর ছিল। তবে গতকাল থেকে তা কমে গেছে। আমি এখন অনেকটা সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় আইসোলেশনে আছি। সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান।

অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান চট্টগ্রাম অঞ্চলে পুলিশের দ্বিতীয় ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান করোনা আক্রান্ত হন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ