রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১১ এর সদস্যা। গতকাল বুধবার ভোরে উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সারপটি গ্রামের মাহবুব আলমের পুত্র আবদুর রহমান রানা (৩০) ও পার্শ্ববর্তী বেরলা গ্রামের উত্তর পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র আবদুল কাদের (৫৮)। র্যাব-১১ কুমিল্লার মেজর মোঃ মোস্তফা কায়জার জানান, সারপটি গ্রামে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্র ও মাদক বিভিন্ন অপরাধমূলক কর্মকা- সংগঠনের জন্য মজুদ রেখেছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা বেশকিছু দিন যাবৎ ওই এলাকায় নজরদারি রেখে আসছিল। তথ্য নিশ্চিত হয়ে বুধবার ভোর রাতে সারপটি গ্রামের আবদুর রহমান রানার ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ রানা ও কাদেরকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো মধ্যে রয়েছে- দুইটি দেশীয় তৈরি এলজি, দুইটি রামদা, একটি চাপাতি, একটি চাকু ও পয়তাল্লিশটি চকলেট বোমা। এছাড়াও তাদের ব্যবহৃত একটি মোবাইল সেট ও একটি সীম কার্ডও উদ্ধার করে র্যাব সদস্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।