প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : ভারত সরকার প্রবর্তিত মযার্দাকর সম্মাননা দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য তাকে এ পুরষ্কারে ভূষিত করা হবে। গত ৩০ জানুয়ারি এক চিঠির মাধ্যমে তাকে জানায় দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন। গত মঙ্গলবার সকালে ফেসবুকে এ সংবাদটি নিশ্চিত করেন রুনা লায়লা। তিনি লেখেন, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। জুরি মেম্বার হিসেবে অন্যান্য জুরিদের সঙ্গে এ পুরষ্কারটি গ্রহণ করবো। আলহামদুলিল্লাহ্। বিজয়ী নির্বাচনে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত জুরি সদস্যদের সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের ম্যানেজিং কমিটি। রুনা লায়লা বলেন, আমি গর্বিত। বাংলাদেশি শিল্পী হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়াটা সম্মানজনক ও আনন্দের ব্যাপার। উল্লেখ্য, ১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জন্মশতবার্ষিকীতে এই পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল এবং ১০ লাখ রূপি প্রদান করা হয় নির্বাচিত বিজয়ীকে। এবারের বিজয়ীর হাতে পুরস্কার দেয়া হবে আগামী ৩০ এপ্রিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।