Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ১২:০৩ এএম

ভোট কিনেছেন
ভোট কিনেছেন সন্দেহে জাপানের একজন সাবেক বিচারমন্ত্রী ও তার পার্লামেন্ট সদস্য স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ এই দুই রাজনীতিককে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে বলে জাপানি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে। এ ঘটনা পড়তি জনপ্রিয়তা নিয়ে চাপে থাকা আবের জন্য ‘বড় একটি আঘাত’ বলে জানিয়েছে জাপানের রাজনীতি বিশ্লেষকরা। রয়টার্স।
২ লাখ ৪০ হাজার

সস্তা ও ব্যাপকভাবে সহজলভ্য ওষুধ ডেক্সামেথাসন করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীর জীবন বাঁচাতে পারে। মঙ্গলবার এমন তথ্য প্রকাশ করেছেন ব্রিটিশ বিশেষজ্ঞরা। তদের ওই ঘোষণার পরই স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বললেন, এই ওষুধের প্রায় আড়াই লাখ ডোজ ব্রিটেনের সংগ্রহে রয়েছে। রয়টার্স।


বাধ্যতামূলক টেস্ট
ব্রিটেনের হাসপাতালের ডাক্তার, নার্স সহ ফ্রন্ট লাইনে যারা কাজ করেন দুই সপ্তাহ পর পর করোনা টেস্ট বাধ্যতাম‚লেক করা হয়েছে তাদের। দি রয়েল কলেজ অফ সার্জন্স এর প্রেসিডন্ট দ্যারেক আল্ডসেন বলেন, “এন এইচ এস স্টাফদের অবশ্য করোনাভাইরাস থেকে মুক্ত থেকে রোগীদের সেবা করতে হবে। স্টাফ যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেবা প্রদান করতে যান সে ক্ষেত্রে দ্রæত অন্য জন সংক্রমিত হবেন। তাই আমাদের উচিত প্রথমে স্টাফদের করোনাভাইরাস থেকে মুক্ত রাখা”। গার্ডিয়ান।


ফের রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দ‚তাবাসের কাছে কয়েকটি রকেট আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইরাকি গণমাধ্যম। ইরানের বার্তা সংস্থা ফার্স এ খবর জানিয়ে বলেছে, বৃহস্পতিবার ভোররাতে এই রকেট হামলা হয়। কোনো কোনো ইরাকি গণমাধ্যম তিনটি রকেটের আঘাত হানার কথা জানিয়েছে; আবার কোনো কোনো গণমাধ্যম অন্তত চারটি রকেট হামলার খবর দিয়েছে। বাগদাদের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ভোররাতে মার্কিন দ‚তাবাস থেকে সাইরেন বাজার শব্দ শুনেছেন। ফার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ