বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘণ্টায় রংপুরে নতুন করে ২ পুলিশসহ ১৯ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১’শ ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ঐ ৩০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। তিনি জানিয়েছেন, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১’শ ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ জন পুলিশ সদস্যসহ রংপুরে ১৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন, রংপুর জেলা পুলিশের এক সদস্য (২৪), মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৪৮), নগরীর জাহাজ কোম্পানী এলাকার এক পুরুষ (৩৫), খাসবাগের এক পুরুষ (৫৫), ফায়ার সার্ভিসের এক কর্মী (৩২), বদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা (৪৩), এক যুবক (২৮), এক যুবতী (২৫)।
এছাড়া গাইবান্ধা পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক (২২), সাদুল্ল্যাপুরের এক নারী (৫৮), এক পুরুষ (৩৩), কুড়িগ্রাম নাগেশ্বরীর এক পুরুষ (৫৩), এক নারী (৪৫), কুড়িগ্রাম জেলা খাদ্য কর্মকর্তা (৩৮), জেলা খাদ্য কর্মকর্তা কার্যালয়ের গাড়ি চালক (৪২), কুড়িগ্রাম সদরের এক নারী, কুড়িগ্রাম জজকোর্টে কর্মরত যুবক (২৩), এক পুরুষ (৫৫) এবং লালমনিরহাটের কালিগঞ্জের এক পুরুষ (৪৫) আক্রান্ত হয়েছে।
এ নিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭’শ ২৯ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৩’শ ৩৩ জন। মারা গেছেন ১৩ জন। ## হালিম আনছারী, রংপুর। ১৮-০৬-২০
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।