Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৌরনদীতে প্রবেশের স্থল ও নৌ-পথ অঘোষিত লকডাউন

উপজেলা ইয়োলো জোন হিসেবে চিহ্নিত হচ্ছে ?

গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ৭:৪১ পিএম

পার্শ্ববর্তী কালকিনি উপজেলা রেড জোন চিহ্নিত হওয়ায় বরিশালের গৌরনদীতে প্রবেশের স্থল ও নৌ-পথের বিভিন্ন স্পটে থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে চেকপোস্ট বসিয়ে জনসাধারন ও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৌরনদী উপজেলা ইযোলো জোন চিহ্নিত হচ্ছে ? উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি এক সংবাদিকসহ ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এক জন মৃত্যু বরন করেছে।
উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়্যিদ মোঃ আমরুল্লাহ জানান, করোনা পরীক্ষার জন্য এ পর্যন্ত সর্বমোট ৪০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তকারীর মধ্যে বাটাজোর ইউনিয়নে একজন মৃত্যু বরন করেছে। সুস্থ হয়েছেন ৫জন। অন্য জেলা ও উপজেলায় আশ্রয় নিয়েছে ৫ করোনা রোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে জেলা সিভিল সার্জন থেকে প্রাপ্ত চিঠিতে গৌরনদী উপজেলাকে ইয়োলো জোন হিসেবে উল্লেখ করা হয়েছে বলে ডাঃ সায়্যিদ জানান।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, জেলা প্রশাসন থেকে জোন ঘোষণার কোন চিঠি এখনও আমরা হাতে পাইনি। জোন ঘোষণার কোন চিঠি পাওয়া গেলে তাৎক্ষনিক তা ঘোষণা করা হবে এবং বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকা রেড জোন চিহ্নিত হওয়ায় গৌরনদী উপজেলার জনসাধারনের নিরাপত্তার কথা চিন্তা করে গৌরনদীর সীমান্তবর্তী স্থলপথ ও নৌ-পথের বিভিন্ন স্পর্টে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে চেক পোর্ট বসিয়ে লোকজন ও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ