Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তানদের নিয়ে চিন্তিত

ইউকে মিরর | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ১২:০০ এএম

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পর পুরো আমেরিকা বিক্ষোভে উত্তাল। বিক্ষোভে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজপথে সোচ্চার হলিউড ও মার্কিন তারকারা। এই প্রতিবাদে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
তিনি বলেছেন, নিজের সন্তানদের নিয়েও চিন্তিত। ছয় সন্তানের মা জোলি। নিজের সন্তান ছাড়াও তার রয়েছে দত্তক সন্তান। তাদের তিনজনই কৃষ্ণ। এদের অন্যতম জাহরা। ব্র্যাড পিটের সঙ্গে থাকাকালে ইথিওপিয়ার একটি এতিমখানা থেকে তাকে দত্তক নিয়েছিলেন জোলি ও পিট।

সেই ১৫ বছর বয়সী জাহরাকে উদ্দেশ করে হারপার বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেন, ‘যুদ্ধ ও নির্যাতনের কারণে বিশ্বের সাত কোটিরও বেশি লোককে বাড়ি ছেড়ে পালাতে হয়েছে। আর আমেরিকাতে এখনো আছে বর্ণবাদ ও বৈষম্য। এখানকার ব্যবস্থাটি এমন যে সেটা আমাকে রক্ষা করবে। কিন্তু আমার মেয়েকে রক্ষা করতে পারবে না। আমাদের দেশে ত্বকের রঙের ওপর ভিত্তি করে নারী, পুরুষ ও শিশুকে রক্ষা করা হয়, যা অসহনীয়।’

বর্ণবৈষম্যবিরোধী রাজপথের এ আন্দোলনকে জোলি স্বাগত জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে পৃথিবীব্যাপী মানুষ জেগে উঠেছে। আইন ও প্রতিষ্ঠানগুলোয় পরিবর্তন আনার এটাই সময়। যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং যাদের কথা কখনো শোনা হয়নি, তাদের কথা শোনার এটাই সময়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ