Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে প্রাণহানি প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়াল

১ অক্টোবরের মধ্যে মৃতের সংখ্যা ২ লাখে দাঁড়াবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। প্রকোপ ততটা জোরালোভাবে কমছেই না সেখানে। সবশেষে পাওয়া তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে মহামারি করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজারের বেশি। প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৃত্যুর চেয়েও এই সংখ্যাটা বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রের ২২ লাখের বেশি মানুষের দেহে ভাইরাসটি সংক্রমিত হয়েছে। ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষ হিসেবে অংশ নেয় যুক্তরাষ্ট্র। বিজয়ী হলেও দেশটির লক্ষাধিক মানুষকে প্রাণ দিতে হয়েছিল ওই যুদ্ধে। গত এপ্রিলের শেষদিকে করোনায় মৃত্যু ১৬ বছরের দীর্ঘ ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানির সংখ্যাকেও ছাড়িয়ে যায়। মহামারি করোনার প্রকোপে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা এই দেশটির ধারেকাছে নেই কোনো দেশ। চীনে প্রাদুর্ভাব শুরু হলেও মার্চ এর আগেই শীর্ষে চলে যায় যুক্তরাষ্ট্র। এএফপি এ খবর জানায়। অপরদিকে, যুক্তরাষ্ট্রে একের পর এক রাজ্য লকডাউন শিথিল করে খুলে যাচ্ছে। কিন্তু নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে উন্নতি নেই। নতুন এক মডেল প‚র্বাভাস দিচ্ছে, ১ অক্টোবরের মধ্যে দেশটিতে মৃত্যুর সংখ্যা ২ লাখ অতিক্রম করে যাবে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২১ লাখ ১৪ হাজার মানুষ আক্রান্ত শনাক্ত হন, মৃত্যুবরণ করেছেন ১ লাখ ১৬ হাজারেরও বেশি। অনেক রাজ্যে কভিড-১৯ পরিস্থিতি উন্নতির দিকে থাকলেও মহামারীটির এখনই শেষ দেখছেন না অনেকে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস এর পরিচালক ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, স্বাভাবিক জীবন শুরু হতে এখনো কয়েক মাস লেগে যেতে পারে। ১৮টি রাজ্যে এখনো সংক্রমণের সংখ্যা বাড়ছে। এমন সময়ই নতুন মডেলের প‚র্বাভাস এলো। মডেলের অন্যতম স্রষ্টা ও ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এর আলী মোকদাদ এ নিয়ে বলেন, ‘মানুষের চলাচল বেড়ে যাওয়ায় ও সামাজিক দ‚রত্বে শিথিলতা চলে আসায় আমরা আরো বেশি সংক্রমণ দেখতে পাচ্ছি এবং ফ্লোরিডা, আরিজোনা ও অন্যান্য রাজ্যে আমরা এটি স্পষ্ট দেখতে পাচ্ছি। এর মানে, আরো মৃত্যুর প‚র্বাভাস।’ এএফপি, সিএনএন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ