Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ১২:০১ এএম

গণমাধ্যমের চাহিদা
করোনাভাইরাস মহামারির মধ্যে টিভি ও সংবাদপত্রকে ছাপিয়ে অনলাইন গণমাধ্যমের চাহিদা বেড়েছে। এসময় মানুষজনের সংবাদের প্রতি আগ্রহ বেড়েছে। ৪০টি দেশের ৮০ হাজার মানুষের ডিজিটাল নিউজ পড়া ও দেখার ওপর ভিত্তি করে রয়টার্স ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজমের যে ডিজিটাল নিউজ রিপোর্ট ২০২০ তৈরি করেছে, সেখানে এমন তথ্য উঠে এসেছে। রয়টার্স।


চাকরি ছাড়ার হিড়িক
যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহতের পর পুলিশের ভ‚মিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এছাড়া এ বাহিনীর উপর ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। এছাড়া সমালোচনার মধ্যে পুলিশ বিভাগে সংস্কার-সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতির মধ্যেই সেখানে পুলিশ কর্মকর্তাদের চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। রয়টার্স।


বোনাস ঘোষণা
করোনায় বিপর্যস্ত ইতালির অর্থনীতি স্বাভাবিক করতে মরিয়া দেশটির সরকার। সংক্রমণ ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসায় খুলে দেয়া হচ্ছে সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যেই, স্থানীয় পর্যটকদের জন্য বোনাসের ঘোষণা দিয়েছে সরকার। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় সংক্রমণ রোধে আরোপ করা লকডাউনের তৃতীয় ধাপে, খুলে দেয়া হয়েছে সিনেমা হল, থিয়েটারসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র। রয়টার্স।


কাজাখ স্পিকার
কাজাখস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার নুরলান নিগমাতুলিন করোনায় আক্রান্ত। সেখানে রাজনীতিকদের মধ্যে তিনিই সর্বশেষ এই ভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে করোনা আক্রান্ত হন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েলঝান বিরতানোভ। নিউমোনিয়াসহ তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সপ্তাহে তাকে দেখতে গিয়েছিলেন স্পিকার নুরলান। পার্লামেন্টের প্রেস অফিস থেকে বলা হয়েছে, নুরলানের ঘটনাটি করোনা উপসর্গযুক্ত। আল-জাজিরা।


বিনামূল্যে টিকা
যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের মধ্যে বিনাম‚ল্যে করোনাভাইরাসের টিকা সরবরাহ করা হবে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এক ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। ওই কর্মকর্তা জানান, অরক্ষিত জনগোষ্ঠী, টিকা নেওয়ার আগ্রহ থাকলেও আর্থিক সংগতি নেই এমন যে কোনও নাগরিককে বিনাম‚ল্যে এটি সরবরাহ করা হবে। সিএনবিসি।


বীরের ছবি
মিয়ানমারের সব মুদ্রামানের ব্যাংকনোটে স্বাধীনতার বীর জেনারেল অং সানের ছবি ছাপা হবে। কেন্দ্রীয় ব্যাংকের এক ঘোষণায় এ কথা বলা হয়েছে। ব্যাংকের ভাইস গভর্নর উ সোয়ে মিন সোমবার নেপিদোতে বলেন, জেনারেলের ছবি দিয়ে সব ব্যাংকনোট ছাপানো হবে। তবে বর্তমান সরকারের বাকি ১০ মাস সময়ের মধ্যে এসব নোট ছাপানো শেষ হবে কিনা সেই প্রশ্নের জবাবে মিন বলেন যে, এটা নির্ভর করবে নোটগুলো কত দ্রæত ছাপানো যায় তার উপর। দ্য ইরাবতী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ