Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে ‘সঠিক পথে ফিরে আসার’ আহ্বান চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৪:৩৯ পিএম

ভারতকে গালওয়ান সীমান্তে সব ধরনের ‘উসকানিমূলক তৎপরতা’ বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে দু’দেশের মধ্যকার বিতর্কিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার লক্ষ্যে নয়াদিল্লিকে ‘সঠিক পথে ফিরে আসার’ও আহ্বান জানিয়েছে বেইজিং।
চীন-ভারত সীমান্ত লাদাখে চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের প্রাণহানির একদিন পর বেইজিং বলছে, সীমান্তে ভারতের সঙ্গে আর কোনও সংঘাত দেখতে চায় না চীন। গত সোমবার রাতের ওই সংঘর্ষের পর উভয় দেশের সামরিক বাহিনী আলোচনার মাধ্যম সঙ্কট সমাধানের চেষ্টা করছে বলেও জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাও লিজিয়ান আবারও জোর দিয়ে বলেছেন, এই সংঘর্ষের জন্য চীনকে দোষ দেয়া যাবে না।
চীনের পিপলস লিবারেশন আর্মির পশ্চিম কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল ঝাং শুয়িলি বলেছেন, ভারত ও চীনের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে বৈঠকে যে সমঝোতা হয়ে রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তা ‘মারাত্মকভাবে লঙ্ঘন’ করেছে। তিনি দাবি করেন, গালওয়ান উপত্যকা সব সময় চীনের মালিকানায় ছিল এবং ভারতের এ পদক্ষেপ ছিল দ্বিপক্ষীয় সামরিক সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর।



 

Show all comments
  • Md noyan ১৮ জুন, ২০২০, ১০:১২ পিএম says : 0
    যুদ্ধ কাম‍্য নয়,দুই পক্ষের কুটনৈতীক বাবে সমাধান করা উচিৎ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ