বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীতে নতুন করে আরও ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪০ জন। বুধবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলায় ১৪০ জন করোনা পজিটিভ। ৭৪ জনের নমুনার মধ্যে বুধবার ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এরমধ্যে রাজবাড়ী সদরে ২, পাংশা উপজেলার ২ জন, বালিয়াকান্দি উপজেলার ১ জন, গোয়ালন্দ উপজেলার ভূমি অফিসের ১ জন কর্মকর্তাসহ ৩ জন।
জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১৩৯, এর মধ্যে ২৭৪০ জনের রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তের মধ্যে এ পর্যন্ত ৫৩ জন রোগী সুস্থ হয়েছেন। ভর্তি আছেন ৩৪ জন, বাকিরা সবাই হোম আইসোলেশনে চিকিৎসা গ্রহণ করছেন। নতুন আক্রান্ত সবাইকে চিকিৎসার জন্য পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।