Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজশাহী বিভাগে নতুন করে করোনা শনাক্ত ২২৫, মৃত্যু ৪

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১:০০ পিএম

রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ২২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর প্রাণ হারিয়েছে চারজন। এখন বিভাগে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২হাজার ৯৩০জন। যার মধ্যে বগুড়া জেলাতেই শনাক্ত হয়েছে ১ হাজার ৭০২জন।

আজ বুধবার (১৭ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২হাজার ৯৩০জন। এর মধ্যে মারাগেছেন ৩৮ জন। এছাড়া ২৪ ঘন্টায় ৩৭ জনসহ মোট সুস্থ্য ৬২০ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪২৮ জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১৮৬ জন রোগী শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগেঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। পাবনার ল্যবটি চালুর পর্যায়ে রয়েছে।
জানা গেছে, বিভাগের সর্বচ্চো আক্রন্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭০২ জন। পরের অবস্থানে রয়েছে বিভাগের জয়পুরহাট জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২৩৮জন। ২৩২ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে সিরাজগঞ্জ।

এছাড়া রাজশাহী জেলায় ১৫৬ ও চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন, নাটোরে ৯০ জন, নওগাঁয় ২২০ ও পাবনায় ২১২ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে জেলা ভিত্তিক করোনা শনাক্ত রোগীর সংখ্যা হলো: রাজশাহী জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ জন। জেলার হাসপাতালে ভর্তি আছেন ২২ জন। মারা গেছেন ৩ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ১১ জন শনাক্ত হয়েছে। বিভাগের ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১ হাজার ৭০২ জন করোন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই জেলায় হাসপাতালে ভর্তি আছেন ১৮১ জন। আর সুস্থ হয়েছেন ১৫৩ জন। এ জেলায় ২২ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত ১৮৬ জন ও মারা গেছেন ৩জন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩৮ জন শনাক্ত হয়েছে জয়পুরহাটে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি ১৯৯ জন। সুস্থ হয়েছেন ১৩৬ জন। এ পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি। ২৪ ঘন্টায় শনাক্ত নতুন শনাক্ত ১জন। নওগাঁয় মোট শনাক্ত হয়েছে ২২০ জন। এদের মধ্যে ১৪৩ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে আছেন ৮ জন। এ জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্ত হয়নি। চাঁপাইনবাবগঞ্জে মোট শনাক্ত হয়েছে ৮০ জন। এ জেলায় ৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন। ২৪ ঘন্টায় শনাক্ত হয়নি। নাটোরে মোট শনাক্ত হয়েছে ৯০ জন। এ জেলায় একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৫১ জন। এখানে কেউ হাসপাতালে ভর্তি নেই। ২৪ ঘন্টায় শনাক্ত ৪জন। সিরাজগঞ্জে ২৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন, ৩ জন হাসপাতালে। ৩ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ২০ জন। পাবনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা ২১২। এখানে মারা গেছেন ৫ জন। ৭ জন হাসপাতালে রয়েছেন। আর সুস্থ হয়েছেন ২৫ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ