বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের পিসিআর ল্যাবে মঙ্গলবার নমুনা পরীক্ষার পর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তির সংস্পর্শে আসা তার স্ত্রী' হেলেনা খাতুনের (২২) করোনা পজেটিভ ধরা পড়েছে।
হেলেনা খাতুনকে নিয়ে ফুলপুর উপজেলায় মোট ৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমাঝে সুস্থ হয়েছেন ১৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
জানা যায়, ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের খালসাইদকোনা গ্রামের সাদিকুর রহমান (৩০) করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে ভালুকার মাস্টার বাড়ি হতে এসে গত শুক্রবার সকাল ১০ টায় সরাসরি ময়মনসিংহে এস. কে হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত ১১.১৫ টায় মৃত্যুবরন করেন।মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। সে এইস.কিউ গার্মেন্টসে কর্মরত ছিল। এরপর তার সংস্পর্শে আসা স্ত্রী হেলেনা খাতুনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে অবস্থিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার (১৬ জুন) নমুনা পরীক্ষার পর উক্ত হেলেনা খাতুনের করোনা ভাইরাস পজেটিভ পায় পিসিআর ল্যাব। বর্তমানে তিনি বওলা ইউনিয়নে তার বাবার বাড়িতে অবস্থান করছেন।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।