বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় কিশোর নির্যাতনের অভিযোগ তদন্তে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে অটোভ্যানচালক কিশোর নবীনকে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের সচিত্র সংবাদ ও ভিডিও চিত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে প্রকাশের পর প্রশাসনের টনক নড়েছে। এ অমানবিক নির্যাতনের ঘটনায় পুলিশ প্রশাসন নির্লিপ্ত থাকলেও জেলা ও উপজেলা প্রশাসন সরব হয়ে উঠেছে। গতকাল (মঙ্গলবার) সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ও জেলা প্রশাসকের দপ্তরের অভিযোগ শাখার অফিস সহকারী মিজানুর রহমান ও মাহফুজুর রহমান সুজন নির্যাতনস্থল সৈয়দকাঠি (আউয়ার) ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নির্যাতনের শিকার নবীনের পরিবার ও ইভটিজিংয়ের শিকার শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুরো ঘটনা জানেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে সবপক্ষের বক্তব্য জেনেছেন। কিশোর নবীনকে অমানবিক নির্যাতনের সত্যতা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্যাতনের ভিডিও চিত্র দেখেই এর সত্যতা পাওয়া যায়। জেলা প্রশাসকের দপ্তরের অভিযোগ শাখার অফিস সহকারী মিজানুর রহমান জানান, নির্র্যাতকদের পক্ষের লোকজন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তিনি আরও জানান, জেলা প্রশাসক মহোদয় বিষয়টি অবগত রয়েছেন। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নির্যাতন অভিযোগের তদন্ত করবেন বলেও তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।