Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১২:০১ এএম

বর্ণবৈষম্য ঠেকাতে 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বর্ণবৈষম্য ঠেকাতে আমাদের অনেক কিছু করা প্রয়োজন। যদিও এক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। গত ২৫ মে যুক্তরাষ্ট্রে মিনিয়েপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় বিক্ষোভ শুরু হয়। হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। একপর্যায়ে তা ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে। টেলিগ্রাফ।

মাস্ক না পরায়
প্রেসিডেন্ট বোলসোনারোর পক্ষে আয়োজিত সমাবেশে মুখে মাস্ক না পরার জন্য ব্রাজিলের শিক্ষা মন্ত্রীকে জরিমানা করা হয়েছে। দক্ষিণ পন্থী প্রেসিডেন্ট বোলসোনারোর সবচেয়ে বিতর্কিত মন্ত্রী আবরাহাম ওয়েনট্রাউবকে রোববার বোলসোনারো আয়োজিত সমাবেশে মাস্কাবহীন ছিলেন। এপ্রিল থেকে রাজধানীতে মাস্ক পরা বাধ্যতাম‚লক সত্তে¡ও এই মন্ত্রীকে মাস্ক না পরেই লোকদের সঙ্গে করমর্দন করতে দেখা যায়, সমাবেশে অনেকেরই মাস্ক
ছিল না। রয়টার্স।


পাইলটের লাশ উদ্ধার
উত্তর সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ওই বিমানের পাইলটের লাশ উদ্ধার করা হয়েছে। তবে পাইলটের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ব্রিটেনের প‚র্ব ইয়র্কশায়ারের ফ্লামবোরো হেডের কাছে নিয়মিত অনুশীলনের সময় সোমবার স্থানীয় সময় সকালের দিকে মার্কিন এই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ল্যাকঅ্যানহিথের ৪৮তম ফাইটার উইংয়ে নিয়োজিত ছিল বিমানটি। সিএনএন।


ধনকুবের উদ্ধার
চীনের অন্যতম শীর্ষ ধনী হে জিয়ানগজিয়াংকে অপহরণ চেষ্টার ঘটনায় পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশ্বের অন্যতম গৃহ সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইদিয়া গ্রæপের প্রতিষ্ঠাতা। গত রবিবার দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোসান শহরে এই ধনকুবেরের বিলাসবহুল বাড়িতে ঢুকে পড়ে আটক ব্যক্তিরা। পরে তার ছেলে পালিয়ে পুলিশকে খবর দিলে তাদের আটক করা হয়। বিবিসি।


বর্ণবাদ নিয়ে বিতর্ক
বর্ণবাদ নিয়ে বিতর্ক উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলোয়াড়দের প্রতিবাদম‚লক কর্মকাÐ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, জাতীয় সঙ্গীতের সময় হাঁটু গেড়ে বসলে ফুটবল কিংবা রাগবির কোনো ম্যাচই দেখবেন না। তবে, প্রেসিডেন্টের কথার তোয়াক্কা করছেনা দেশটির রাগবি ফেডারেশন। বর্ণবাদ বিরোধী প্রতিবাদে সমর্থন
দিতে চান বলে জানিয়েছেন জাতীয় রাগবি লিগের
কমিশনার। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ