মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিশরে পারিবারিক নৈতিকতা নষ্টের অভিযোগে ৫ মেয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে যে, তারা টিকটক ভিডিওতে অশ্লীর দেহভঙ্গি প্রদর্শন করেছেন। এদের তিনজনের নাম যথাক্রমে হানীন হোসাম, মাওদা এলাদম, মেনা আবদেল-আজিজ । -রয়টার্স ও আরব নিউজ
বাকি দুজনের নাম প্রকাশ করা হয়নি।এর মধ্যে দুজনে গত সোমবার প্রথম শুনানিতে হাজির হন। হানীন হোসাম ও মাওদা এলাদম নামের ওই দুই তরুণীর বিরুদ্ধে সামাজিক অবক্ষয়সহ মোট ৯টি অভিযোগ আনা হয়েছে। ৩০ লাখের বেশি ফলোয়ার থাকা মাওদা এলাদম শুনানিতে বলেন , ‘ শাস্তি পাওয়ার মতো আমি কিছুই করিনি। মিশরের সবাই টিকটকে এমন ভিডিও পোস্ট করে। ’
দুজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের জেল হতে পারে । এছাড়া দুজনের বিরুদ্ধে দেহব্যবসার মতো অভিযোগও আনা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছর জেল হতে পারে তাদের । মেনা আবদেল - আজিজকে আটকও করা হয়েছে। ১৭ বছর বয়সী এই তরুণী এখন পুনর্বাসন কেন্দ্রে আছেন ।
মিশরে ভিডিও বানানোর অ্যাপ টিকটক বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু সেখানকার বেশ কিছু ব্যবহারকারী যে ধরনের পোশাক পরে ভিডিও করেন , তা দেশটির আইনে নিষিদ্ধ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।