Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলুন কার আঙুল?

রিপাবলিক ওয়ার্ল্ড | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ১২:০০ এএম

টুইটারে ভাইরাল হওয়া একটি ছবিতে কাঠের গুঁড়ির নিচে একটি পায়ের পাতা উঁকি দিতে দেখা যাচ্ছে। পায়ের পাতায় পাঁচটি আঙুলও রয়েছে। আঙুলে নখও রয়েছে। তবে এই রঙটা তো মানুষের নয়। তাহলে কি প্রাণীরও এমন গায়ের রঙ হয়? নীল-ধূসর বর্ণের এই পা তাহলে কার?
এমন একটি প্রশ্ন ঘিরেই নেটিজেনদের একাংশের মাঝে শুরু হয়েছে তোলপাড়। গত রোববার ছবিটি টুইটারে শেয়ার করেন ভারতীয় বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দা। তিনি মাইক্রোবøগিং প্ল্যাটফর্মে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আপনি কি এই প্রাণীটিকে শনাক্ত করতে পারবেন?’
ছবিটি শেয়ার হওয়ার পরে এক হাজারেরও বেশি ‘লাইক› এবং কয়েকশো মন্তব্য জমা পড়েছে। একজন টুইটারে লিখেছেন, ‘এটা ভয়ঙ্কর দেখতে।’ অপর একজন লিখেছেন, ‘আমি এরকম যে কিছু দেখেছি এই মুহূর্তে তা স্মৃতি থেকে মুছতে চাই।’
অনেকেই আবার অনুমান করার চেষ্টাও করেছেন। তাদের সকলেই লেঙ্গুর থেকে শুরু করে শিম্পাঞ্জি, গরিলার আঙুল পর্যন্ত যেতে পেরেছেন। তবে সবই ভুল।
অবশেষে সুশান্ত নন্দা কৌত‚হলীদের উত্তেজনা প্রশমন করে আসল তথ্য খোলসা করেন। তিনি জানান, ছবিতে আসলে এক ধরণের ছত্রাক দেখা যাচ্ছে। এটি একটি ছত্রাক। তিনি সঙ্গে সেই ওয়েবসাইটের লিঙ্কও শেয়ার করেছেন। যেখানে এই ছত্রাকের বিবরণে লেখা রয়েছে ‘ডেড ম্যানস ফিঙ্গারস’ বা জাইলারিয়া পলিমোরফা।
সায়েন্স ফ্রাইডের মতে, ডেড ম্যানস ফিঙ্গার সাধারণত দুই থেকে পাঁচটি শাখা একসঙ্গে ক্লাস্টার করে বৃদ্ধি পায়। বন এবং কাঠের অঞ্চলে এটি পাওয়া যায়। এটি সাধারণত ক্ষয়ে যাওয়া কাঠ এবং পচা গাছের কান্ড থেকে বৃদ্ধি পায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ